ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রেরণার উৎসস্থল, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহের ভালুকায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ভালুকা পৌর বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, আপসহীন ও সাহসী জননেত্রী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার ইন্তেকাল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি এমন একজন নেতৃত্বের প্রতীক, যিনি স্বামী, সন্তান ও নিজের ব্যক্তিগত স্বাধীনতা হারানোর গভীর বেদনা বুকে ধারণ করেও কখনো স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করেননি।” তিনি আরও বলেন, “নির্যাতন, শোষণ, কারাবরণ ও সীমাহীন বাধার মধ্যেও তিনি গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকারের প্রশ্নে আজীবন অবিচল ছিলেন।
তাঁর রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও আপসহীনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজ শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, দেশের সর্বস্তরের মানুষ গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছে।” হাতেম খান তার ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান তুলে ধরে বলেন, “আমার রাজনৈতিক পরিচয় ও অবস্থান নিয়ে কোনো দ্বিধা নেই। জীবনের প্রথম রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), এবং আমৃত্যু এই দলের সঙ্গেই থাকব।
দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনীতি আমাদের শিখিয়েছে ক্ষমতা নয়, জনগণই রাজনীতির কেন্দ্রবিন্দু। সেই আদর্শ ধারণ করেই আমি রাজনীতি করছি।” মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, আবু তাহের ফকির, জহির রায়হান, শ্রী স্বপন বণিক; পৌর বিএনপির সদস্য আমিনুল ইসলাম পাপ্পু, আমান উল্লাহ তাজুন, শাহাব উদ্দিন খান ও নুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর শ্রমিকদলের সভাপতি মো. আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মোল্লা, ভালুকা উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. আলম খানসহ পৌর বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও মানুষের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পুরো আয়োজনজুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও ভালোবাসার এক আবেগঘন পরিবেশ, যা দেশনেত্রীর প্রতি বিএনপির নেতাকর্মীদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন ঘটায়।


