হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ
সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মঙ্গল কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গনেশ চন্দ্র রায় সাহসের বাড়িতে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারী) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াই পাড়া গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস নিজ বাড়িতে ওই প্রার্থনা সভার আয়োজন করে।
এ সময় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মা শান্তি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সুপ্রিম কোর্টের এডভোকেট এবং সাবেক সহ-সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাশেদুল ইসলাম লিমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানসহ সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
