মনিরুজ্জামান খান গাইবান্ধা:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে পলাশবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজার সংলগ্ন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোন্নাফ হোসেন আলমগীর, আজহার আলী সাংগঠনিক সম্পাদক, শহিদুল ইসলাম রাজা শিল্প বিষয়ক সম্পাদক জেলা বিএনপি নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন, অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আবদুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, সাংগঠনিক সম্পাদক আজহার সরকার , এছাড়াও মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক ওসমান আলী প্রধান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বাবু কাজী, মনোহরপুর সেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আল-মামুনুর রশিদ মানিক চৌধুরী, বিএনপির কৃষক দলের সভাপতি আজিজল হক, সাধারণ সম্পাদক মো: আবু বক্কর ছিদ্দিক,মনোহরপুর বিএনপি ৬ ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমান( মোস্তা),ও বিএনপি ৫ নং ওয়ার্ড সভাপতি বাবলু মিয়াসহ জেলা উপজেলা ইউনিয়ন ও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে এসময় নেতৃবৃন্দ বলেন,বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা। তার আপসহীন নেতৃত্ব ও সংগ্রাম বিএনপির রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। শোকসভায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় সেই সাথে সবার মাঝে খিচুড়ি বিতরন ব্যবস্থা করা হয় ।


