টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদের ২ জন ডাকাত গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। ৬ জানুয়ারি মঙ্গলবার মধ্য রাত আনুমানিক ২টার সময় টহল পুলিশের একটি দল নাগরপুর-পাকুটিয়া সড়কে একটি ট্রাক ও লোকজন দেখে এসআই কামরুজ্জামান ও তাহের জিজ্ঞেসাবাদের জন্য সিগনাল দিলে ডাকাতরা ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরবচ্ছিন্ন ভাবে ধাওয়া করে চৌকস পুলিশ সদস্য এসআই কামরুজ্জামান, জুয়েল ও তাহের ডাকাতদলের ২ জনকে নাগরপুর সদরের তালতলা এলাকা থেকে আনুমানিক ভোর রাত ৩ টার সময় দেশীয় অস্ত্র, কাটার, লাঠি এবং রেজিষ্ট্রেশনবিহীন একটি (টাটা ১০১০ সিআরএক্স) মডেলের ট্রাক সহ গ্রেফতার করতে সক্ষম হয়। 
এসময় বাকি অন্তত ১৫ জন পালিয়ে যায়। এ ঘটনায় নাগরপুর থানায়, ৩ নং ক্রমিক ০৬.০১.২০২৬ নং মামলা দায়ের করেছে থানা পুলিশ। এ মামলায় ৬ জন নামীয় আসামি ও অজ্ঞাত ১২ জনের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও রেজিষ্ট্রেশন বিহীন ট্রাকের মালিকানা সনাক্ত করেছে থানা পুলিশ। যার প্রকৃত মালিক নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের আকতারাইলের কান্দাপাড়া-সাক্ষিপাড়া গ্রামের মতিয়ারের ছেলে রাব্বি।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন ধরনের চুরি, ডাকতি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ইতিপূর্ব থেকেই সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে। নাগরপুর থানার (অফিসার তদন্ত) আব্দুল কুদ্দুস জানায়, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে নাগরপুর থানায় প্যানেল কোড দণ্ডবিধি ৩৯৯, ৪০২ ধারায় একটি মামলা দায়ের করে আসামিদের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।