নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫৪’তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে ডন বসকো কলেজ মাঠে চার দিন ব্যাপি বিভিন্ন প্রতিযোগীতা শেষে এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।
খেলা পুর্ব আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারীর সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও আফরোজা আফসানা।
এ সময় অন্যদের মাঝে, ডন বসকো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক, সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, ডন বসকো কলেজের উপাধ্যক্ষ রুমন রাংসা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হাসান আজাদ, সমাজসেবা অফিসার মাসুল তালুকদারসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আফরোজা আফসানা বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিষ্ঠান পর্যায়ে খেলাধুলা চালু থাকলে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পায়। শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষা, খেলাধুলার ও শরীরচর্চা করাতে হবে। ক্রীড়া ক্ষেত্রে অবদান রেখে বিশ্বমঞ্চে দেশের মান উজ্জ্বল করতে শিক্ষার্থীদের আহব্বান এবং সেইসাথে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নিয়মিত খেলাধুলা চালু রাখতে ক্রীড়া শিক্ষকদের অনুরোধ জানান।


