নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চিরাং ইউনিয়নে সরকারি হালটের রাস্তার অংশ নিয়ে বিরোধ আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। আগের দিনের ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ (বুধবার) সকালে দুই পক্ষের মধ্যে ফের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের মাইজপাড়া এলাকার কাচারী রোড ও চিরাং রোড থেকে বাট্টা গ্রামের নির্মাণাধীন সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৬ জানুয়ারি) ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে সরকারি হালটের রাস্তার অংশ ব্যবহার নিয়ে জীবন ভূইয়া ও চন্দন মিয়া পক্ষের মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়। ওই ঘটনার জের ধরে বুধবার সকালে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে চন্দন মিয়া পক্ষের একটি ব্যাটারিচালিত অটোরিকশা ওই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে জীবন ভূইয়া পক্ষের লোকজন বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সকাল ৮টার দিকে দেশীয় অস্ত্র দা, লাঠি ও টেটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ।
এ ঘটনায় আহতরা হলেন রেজিয়া আক্তার (৫৫), রহিদুল ইসলাম (৬০), খাইরুল (২১), মনির (২২), বাবুল (৫০), শফিক (৩৫), কামরুল, সাদিপ (১৪), সুমন ভূইয়া (২৪), মোশাররফ (১৮), শহিদ (৩৭), মিজানুর রহমান (২১), উজ্জ্বল (৪০), অন্তর (২১) ও তাইজুল (২১)। আহত মনিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় চন্দন মিয়া পক্ষের লোকজনকে জীবন ভূইয়া পক্ষের লোকজন বাধা দেয়- এমন অভিযোগও পাওয়া গেছে।
খবর পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পুলিশ জানায়, বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, জমি ও সরকারি রাস্তার অংশ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই টানা দুই দিন এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
