রিয়াদ ইসলাম জলঢাকা :
নীলফামারীর জলঢাকা উপজেলায় গভীর রাতে জুয়া বিরোধী অভিযানে জুয়ার সামগ্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার পশ্চিম কাঁঠালি এলাকায় শরিফুল ইসলামের বাঁশঝাড়ে জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয় এবং জুয়া খেলার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ফরিদুল ইসলাম (৪৫), মোহাম্মদ রহিদুল ইসলাম (৫০), মোঃ আব্দুল মান্নান (৫৫), মোঃ ফেরদৌস আলম (৩৪) ও মোঃ হাসিনুর রহমান (৪৫)। এ ঘটনায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় জলঢাকা থানায় একটি মামলা রুজু করা হয়। মামলার নম্বর ১০, তারিখ ০৬ জানুয়ারি ২০২৬।
এছাড়া পৃথক একটি মামলায় জিআর নং–২৭২/২৪ (জল) অনুযায়ী পরোয়ানাভুক্ত আসামি মোঃ তৌহিদুল ইসলাম ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আফজাল মেম্বারের ছেলে এবং গাবরোল মাস্টার পাড়া গ্রামের বাসিন্দা। এবিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল আলম বলেন, জুয়া ও যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সকল আসামিকে জুয়া খেলার সামগ্রীসহ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


