নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় তারেক হোসেন ওরফে জয় (২৮) এক ছাত্রলীগের সহ-সভাপতিকে গ্রেফতার করেছে পুর্বধলা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত তারেক হোসেন (জয়) পূর্বধলা উপজেলার সোনাইকান্দা গ্রামের মো. তারা মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা তারেক হোসেন (জয়) সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পূর্বধলা উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ওসি মো. দিদারুল আলম জানান, গত বছরে পূর্বধলার থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। তাকে আজ (মঙ্গলবার) জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরো বলেন, গত সোমবার দিনগত রাত আড়াইটায় পূর্বধলা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে তারেক হোসেনকে (জয়) ময়মনসিংহ গৌরীপুর থানাধীন পৌরসভা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
