নিজস্ব প্রতিবেদক: শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্নআয়ের মানুষদের। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়ালো নেত্রকোনার ২নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ। মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকেলে ইউনিয়ন মাঠে দেড়শো অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর ইউনিয়ন প্রশাসক ও মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, প্রশাসনিক কর্মকর্তা তোজাম্মেল হক বাচ্চু, ইউপি সদস্য মো. হযরত আলী, আব্দুল কুদ্দুস, হারিছ উদ্দীন, নাজমা আক্তার, সায়িদা বেগম প্রমুখ।
ইউনিয়ন প্রশাসক বজলুর রহমান আনসারী বলেন, এই শীতে সমাজের অনেক মানুষ খুবই কষ্টে আছেন। সরকারিভাবে যে বরাদ্দ পেয়েছি তা অতি অল্প। সবার সম্মিলিত চেষ্টা করলে শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা আমাদের সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।


