ইবি প্রতিনিধি:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইউট্যাব) এর উদ্যোগে শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম শুরু হয়।
এ সময় প্রো- ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, সাদাদলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. রশিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী ও ছাত্রদলের নেতৃবৃন্দ এই শোক বইয়ে স্বাক্ষর করেন।
ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, “জাতীয় ঐক্যের প্রতীক, তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইউট্যাবসই ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার শোকাবহ। তাই এই শোক বইয়ের কার্যক্রম শুরু করেছি আমরা। তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর পরিবাবসহ সকলকে সমবেদনা জানাচ্ছি।”
