টাঙ্গাইল প্রতিনিধি:
অদ্য ০৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন নাগরপুরের যৌথ উদ্যোগে একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপ ভৌমিক।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয়ের পরিদর্শক জনাব বিপ্লব কুমার সূত্রধর। অভিযানকালে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে পরিচালিত মেসার্স এস. এইচ. বি. এন্টারপ্রাইজ নামক ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত ইটভাটাকে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক তা আদায় করা হয় এবং একইসাথে ভাটার সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব এ. এইচ. এম. জিয়াউর রহমান, পরিদর্শক জনাব বিপ্লব কুমার সূত্রধরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা প্রদান করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
