টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রাউতারা মৌজার আমতলা গ্রামে দীর্ঘ ১৭ বছর পর ক্রেতাকে জায়গার দখল বুঝিয়ে দিলেন আদালত। জমিটি নিয়ে গত ২০১১ থেকে মামলা চলমান ছিল। এর ধারাবাহিকতায় ১৮ আগষ্ট ২০২১ সালের ডিগ্রি অনুয়ায়ী চলমান মামলায় ২৪ জুলাই ২০২৪ সালে আপিল বিভাগের রায় ক্রেতার অনুকূলে আসে। পরে ১৮ নভেম্বর ২০২৫ সালের উচ্ছেদ অভিযান পরিচালনা জন্য জেলা জজ কোর্টে আবেদন করে বাদী।
এর প্রেক্ষিতে আজ ৪ জানুয়ারি ২০২৬ রবিবার সকালে জজ কোর্টে নির্দেশে রাউতারা মৌজার আমতলা গ্রামের এস এ ২৮৭ এর ৯০৮ দাগের ১৬ শতাংশ ভূমির কাতে ৮ শতাংশ ভূমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে আদালত। এসময় উপস্থিত ছিলেন এ মামলার বাদী মাসুদুর রহমান সিদ্দিকী, বিবাদী তারা মিয়া, টাঙ্গাইল জেলা জজ কোর্টের নাজির মো. নজরুল ইসলাম, ওসি লাভলু, সিভিল কোর্ট কমিশনার খন্দকার সাইফুল ইসলাম, নাগরপুর থানা পুলিশের এসআই সজিব উদ্দিন, টাঙ্গাইল জেলা পুলিশের এসআই নূর নবী, টাঙ্গাইল জেলা ও নাগরপুর থানা পুলিশের সদস্যবৃন্দ সহ স্থানীয়রা।
