তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বস্তায় মোড়ানো ৪টি এয়ারগান ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব-৯। গত শনিবার(৩রা জানুয়ারি) রাতে র্যাব-৯ গোপন তথ্যের ভিত্তিতে একটি অভিযান চালিয়ে উপজেলার কামুদপুর এলাকার বাঁশঝাড় থেকে বস্তা মোড়ানো ৪টি এয়ারগান ও ২৫ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করেছে।
র্যাব সূত্রের বরাতে জানা যায়, অভিযান চলাকালীন কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত এয়ারগান ও গুলি উদ্ধারের পরে কমলগঞ্জ থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। র্যাব-৯ কর্মকর্তারা বলছেন, উদ্ধারকৃত এয়ারগান ও গুলি নাশকতার কাজে ব্যবহার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রবিবার(৪ঠা জানুয়ারি) দুপুরে র্যাব এ তথ্য নিশ্চিত করে বিজ্ঞপ্তি দেন।
