সোহাগ ইসলাম নীলফামারী:
তীব্র শীত ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত মানুষের পাশে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর জেলা প্রশাসক নায়িরুজ্জামান। দিনের পাশাপাশি রাতেও জেলার বিভিন্ন এতিমখানায় ঘুরে ঘুরে শীতার্ত শিশু ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন তিনি। রবিবার (৪ জানুয়ারি) রাতে জেলা প্রশাসনের উদ্যোগে নীলফামারী সদরের বিভিন্ন এলাকায় অবস্থিত একাধিক এতিমখানা পরিদর্শন করেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান।
এ সময় তিনি নিজ হাতে এতিম শিশুদের গায়ে কম্বল তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক বলেন, “শীতের রাতে এতিম ও অসহায় শিশুদের কষ্ট সবচেয়ে বেশি হয়। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও জানান, চলমান শৈত্যপ্রবাহ পরিস্থিতি বিবেচনায় জেলার প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাসহ এতিমখানা, মাদরাসা ও আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র রায়, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলাম। জেলা প্রশাসকের এই মানবিক উদ্যোগে এতিমখানার শিক্ষক ও শিশুদের মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায়। এলাকাবাসী জেলা প্রশাসক নায়িরুজ্জামানের এমন জনবান্ধব ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
