মনিরুজ্জামান খান গাইবান্ধা,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে জেলা নির্বাচন অফিস। এমন তথ্যই জানানো হয়েছে। এবছরের সর্বশেষ জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের চেয়ে ২৫ হাজার ৫৩২ জন নারী ভোটার বেশি। পাশাপাশি জেলায় হিজড়া ভোটার রয়েছেন ৩৬ জন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার গাইবান্ধায় নতুন ভোটার যুক্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৮০৩ জন। আগের নির্বাচনে জেলায় মোট ভোটার ছিলেন ২০ লাখ ৫২ হাজার ৫৯৭ জন। আসন্ন নির্বাচনে জেলার ৬৭৫টি ভোটকেন্দ্রে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে জেলার সাত উপজেলার চারটি—সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও গাইবান্ধা সদর উপজেলার নদ-নদীবেষ্টিত প্রত্যন্ত চরাঞ্চলে রয়েছে ৪৭টি ভোটকেন্দ্র। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী— গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭ হাজার ৫৭৪, নারী ২ লাখ ১১ হাজার ৫৩৪ এবং হিজড়া ভোটার ৩ জন।
গাইবান্ধা-২ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৬০ জন। পুরুষ ২ লাখ ২ হাজার ৩৭, নারী ২ লাখ ৯ হাজার ৪১২ এবং হিজড়া ভোটার ১১ জন। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯০২, নারী ২ লাখ ৫৭ হাজার ২৭৪ এবং হিজড়া ভোটার ৯ জন। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। পুরুষ ২ লাখ ৩১ হাজার ৬২৮, নারী ২ লাখ ৩৬ হাজার ৭৪৬ এবং হিজড়া ভোটার ১০ জন। গাইবান্ধা-৫ (ফুলছড়ি–সাঘাটা) আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ২৬০ জন। পুরুষ ১ লাখ ৯২ হাজার ২৭৫, নারী ১ লাখ ৯২ হাজার ৯৮২ এবং হিজড়া ভোটার ৩ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পরপরই সম্ভাব্য প্রার্থী ও তাঁদের সমর্থকেরা প্রচার-প্রচারণায় নেমেছেন। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের লক্ষ্য করে নানা প্রতিশ্রুতি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। এদিকে,গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, পাঁচটি আসনের চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র এখনো চিহ্নিত করা হয়নি। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয় বিজ্ঞপ্তি অনুযায়ী সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করছেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানানো হয়।#
