গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় গাছ কাটার সময় গাছ চাপা পড়ে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর আব্বাসের মোড় এলাকার মধু মিয়া ও মতিউর রহমান বাড়িতে সকাল থেকে গাছ কাটার কাজ চলছিল।
পাশের বাড়ির ফরিদ মিয়ার ১১ বছর বয়সী মেয়ে ফিহামনি তার দুই বছর বয়সী বোন জান্নাতি আক্তারকে কোলে নিয়ে গাছ কাটা দেখতে যায়। এ সময় কাটতে থাকা গাছটি ওই দুই বোনের উপরে হঠাৎ পড়ে যায়। এ ঘটনাকে ধামাচাপা দিতে গাছ কাটার লোকজন ও গাছের মালিক মধু মিয়া এবং মতিউর রহমান তাড়াহুড়ো করে পাতা দিয়ে তাদের ঢেকে রেখে বাড়ি থেকে পালিয়ে যান।
নিখোঁজ দুই মেয়ের সন্ধান করতে গিয়ে রাত ৮টার দিকে বাবা ফরিদ মিয়া গাছের নিচে চাপা পড়া অবস্থায় তার দুই মেয়ের মরদেহ দেখতে পায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে গাছের নিচে চাপা পড়ে থাকা মরদেহ দুটি উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ খবর পেয়ে গাছের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা ফরিদ মিয়া জানান, ঘটনার সময় তার মেয়েদের উদ্ধার করলে তাদের বাঁচানো যেত। নির্মমভাবে তার মেয়েদের মৃত্যু হয়েছে। এ ঘটনার বিচার চান তিনি। গাইবান্ধা সদর থানার ওসি তদন্ত শ্রী সুমঙ্গল কুমার দাশ জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
