আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে তারাগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ সকাল থেকে কার্যালয়ে চলছে কুরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিল এবং দলীয় নেতাকর্মীরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।
কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার পর থেকে তারা স্বতঃস্ফূর্তভাবে জড়ো হয়েছেন এবং ধর্মীয় রীতি অনুসারে শোক পালন করছেন। দেশজুড়ে বিএনপির বিভিন্ন ইউনিটে শোক পালন চলছে। তারাগঞ্জে এই শোকসভা স্থানীয় পর্যায়ে দলের ঐক্য ও শোকের একটি প্রতীক হয়ে উঠেছে। আগামী দিনগুলোতে আরও কর্মসূচি গ্রহণ করা হবে খালেদা জিয়ার স্মরণে।
তারাগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম নেতা রাশেদুল আহসান খান (বাবু) আবেগে ভারাক্রান্ত কণ্ঠে বলেন, “আজ আমরা হারিয়েছি আমাদের অহংকার, আমাদের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক, সংগ্রামের অগ্নিমূর্তি। জেল-জুলুম, অসুস্থতা কোনো কিছুই তাঁকে দমাতে পারেনি। তাঁর সাহস, তাঁর ধৈর্য, তাঁর আপোষহীনতা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। আমরা শপথ নিচ্ছি, তাঁর স্বপ্নের স্বাধীন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা কখনো পিছপা হব না। তার রেখে যাওয়া পতাকা আমরা আরও উচুতে তুলে ধরব।


