ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের নির্ধারিত সময় শেষ হয়েছে। শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ভালুকা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বিএনপি মনোনীত প্রার্থী ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, “আমি নির্বাচিত হলে ঢাকার পরে ভালুকাকে একটি আধুনিক শিল্পসমৃদ্ধ উপশহর হিসেবে গড়ে তুলা হবে। চিকিৎসা সেবা, শিক্ষা, বেকারত্ব নিরসনে গুরুত্ব দিয়ে ভালুকার সার্বিক উন্নয়নে কাজ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ২১৪ জন, নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।


