নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ (৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার) সকাল ৬টায় প্রয়াত হয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর প্রয়াণের সংবাদে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় গভীর শোক প্রকাশ করছে।
আধুনিক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য প্রভাবশালী ও সময়নির্ধারক নেতৃত্ব। রাষ্ট্র পরিচালনা, বিরোধী আন্দোলন এবং গণতান্ত্রিক সংগ্রামের নানা অধ্যায়ের সঙ্গে তাঁর জীবন গভীরভাবে জড়িত। তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক ইতিহাসের সেই দীর্ঘ, তাৎপর্যপূর্ণ ও বহুল আলোচিত অধ্যায় যেন ধূসর বর্ণে চিরন্তন হয়ে রইল।
তাঁর প্রয়াণের সংবাদে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম গভীর শোক প্রকাশ করে বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক সংগ্রামে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন শোক প্রকাশ করে বলেন, ‘তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন দেশের গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক বিকাশের নানা অধ্যায়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাঁর প্রয়াণে দেশ একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতৃত্বকে হারালো।’
নেত্রকোনা বিশ্ববিদ্যালয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
