নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় শাওন নামে স্কুল পড়ুয়া এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার মাঘান ইউনিয়নের বিকাল বাজারের পাশে ফসলি জমি হতে নিহতের লাশটি উদ্ধার করে থানা পুলিশ।
নিহত শাওন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী ভুইয়াটি গ্রামের দুলাল মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শাওন রবিবার সন্ধ্যায় তার দাদার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি এসে তাকে ডেকে নিয়ে যায় হাওরে। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাইনি। পরে আজ (সোমবার) সকালে ফসলী জমি থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ।
মদন থানা ওসি (তদন্ত) দেবাংশু কুমার দাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
