ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
“আমরা জনগণের রায়ে বিশ্বাসী। আগামী দিনে ভালুকায় কে এমপি হবে, তা জনগণই নির্ধারণ করবে” এমন মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোর্শেদ আলম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার (২৮ ডিসেম্বর) ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোর্শেদ আলম বলেন, “নির্বাচনকে আমরা ভয় পাই না। যারা নির্বাচন নিয়ে ভয় দেখাচ্ছে, তারা আগেই ভীত ও আতঙ্কিত হয়ে পড়েছে। জনগণের রায়ে বিশ্বাস না থাকলে কেউ কখনো এমপি হতে পারে না।” তিনি আরও বলেন, “আমি বিদ্রোহী প্রার্থী নই। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবো।
ভালুকার মানুষই ঠিক করবে কে তাদের প্রকৃত নেতা। পদের আশায় আমি নির্বাচন করবো না; জনগণের প্রত্যাশা পূরণ করাই আমার মূল লক্ষ্য।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, দল যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই, আমি স্বেচ্ছায় পদত্যাগ করবো এবং পদত্যাগপত্র দাখিল করেই নির্বাচনে অংশ নেব। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার একমাত্র শক্তি। এ সময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার ঘোষণা দেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহম্মেদ, রহুল আমিন, আইয়ুব আলী কমান্ডার, সিরাজ উদ্দিন ঢালী, নজরুল ইসলাম বিএসসি, মাওলানা এসফাকুর রহমান, উপজেলা বিএনপির সদস্য নাইমুল করিম জান্নাত, কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা ও ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামীম আহম্মেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
