আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ
পরিবেশ রক্ষা এবং কৃষি জমির সংরক্ষণের লক্ষ্যে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। গত ২৮ ডিসেম্বর বিকেলে পরিচালিত তিনটি পৃথক অভিযানে দু’জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর অধীনে ৫০ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
প্রথম অভিযানটি সয়ার ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টা ২০ মিনিটে পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে মোবাইল কোর্টে উর্বর কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এতে জড়িত মো. রশিদুল ইসলাম (৩৬), নীলফামারী জেলার সৈয়দপুর থানার লক্ষ্মণপুর চড়কপাড়া গ্রামের বাসিন্দাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দ্বিতীয় অভিযানটি খিয়ারজুম্মা বাজার এলাকায় চালানো হয়, যেখানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের প্রস্তুতির সময় একজনকে ধরা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।
তৃতীয় অভিযানটি কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলার ঘাটে পরিচালিত হয়। এখানে কোনো অপরাধী বা সরঞ্জাম পাওয়া যায়নি, তবে এলাকাবাসীকে অবৈধ বালু উত্তোলন না করার জন্য সতর্ক করা হয়েছে। ইউএনও মোনাববর হোসেন জানান, ভবিষ্যতে এই ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নজরদারি জোরদার করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
