দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

“শোষণমূলক ব্যবস্থায় কেবল মুখ বদলের আয়োজন না করে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার আহ্বান”নিয়ে প্রয়াত কমিউনিস্ট বিপ্লবী কমরেড হেমন্ত সরকার-এর ২৭তম মৃত্যুবার্ষিকী স্মরণসভা করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। আজ রবিবার (২৮ ডিসেম্বর) র বিকাল ৩টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মাঠে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রয়াত কমিউনিস্ট বিপ্লবী কমরেড হেমন্ত সরকার-এর ২৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি তোজাম্মেল হোসেন।

স্মরণ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক, যুগ্ম-সম্পাদক তাপস বিশ্বাস, এনডিএফের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি আবুল হোসেন, যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, নড়াইল জেলা সভাপতি আক্তার হোসেন, কৃষক সংগ্রাম সমিতির নড়াইল জেলা সাধারণ সম্পাদক হুমায়ন কবির, জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস। পরিচালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু। সভায় আলোচকবৃন্দ বলেন, প্রয়াত কমরেড হেমন্ত সরকার সমগ্র জীবন ধরে শ্রমিক- কৃষক- মেহনতি জনগণের মুক্তির জন্য নিজেকে উৎসর্গ করেছেন।

নেতৃবৃন্দ বলেন, বর্তমান বাংলাদেশ সেই ঐতিহাসিক শোষণ কাঠামোরই গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। বেকারত্বের বিস্তার, শিল্প উৎপাদনের স্থবিরতা, কলকারখানায় বন্ধ ও ছাঁটাই, শ্রমিক অসন্তোষ এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনজীবনকে চরম বিপর্যস্ত করে তুলেছে। সম্প্রতি হাদি হত্যা ও এর প্রতিক্রিয়ায় সংঘবদ্ধভাবে ২টি পত্রিকা অফিস, ২টি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে ভাংচুরসহ অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলার অবনতি, বিচারহীনতার সংস্কৃতি এবং মব-জাস্টিসের নামে রাষ্ট্রীয় মদদপুষ্ট সহিংসতা সমাজে ভয়ংকর বিভীষিকার জন্ম দিয়েছে।

কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিক ক্ষেত্রে সংকট ঘনীভূত হয়ে শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই সংকট কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়; এটি নয়াঔপনিবেশিক আধা-সামন্তবাদী রাষ্ট্র কাঠামোর অনিবার্য ফল। সাম্রাজ্যবাদী শক্তিগুলো নিজেদের অভ্যন্তরীণ মন্দা ও দ্বন্ধ থেকে বেরিয়ে আসতে বিশ্বব্যাপী যুদ্ধ, আঞ্চলিক সংঘাত ও ভূ-রাজনৈতিক উত্তেজনা উসকে দিচ্ছে। বাজার, প্রভাববলয় ও সামরিক কর্তৃত্ব পুনর্বণ্টনের এই প্রতিযোগিতায় বাংলাদেশ তার ভূ-রাজনৈতিক অবস্থানের কারণে বিশেষভাবে টার্গেটে পরিণত হয়েছে।

মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ আশীর্বাদপুষ্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অর্ন্তর্বতী সরকার বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও ভূ-রাজনৈতিক সংঘাতে জড়ানোর অপচেষ্টা চলছে। মানবিক করিডোর প্রদান, বন্দর ইজারা দিয়ে বিদেশি কোম্পানির হাতে কৌশলগত অবকাঠামো তুলে দেওয়ার উদ্যোগ জাতীয় সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। আইএমএফের শর্তে ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি, জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, সুদের হার বাড়ানো সাধারণ মানুষের জীবনে চরম চাপ সৃষ্টি করেছে। কলকারখানা বন্ধ, বকেয়া না দিয়ে শ্রমিক ছাঁটাই এবং প্রতিবাদে নামলে রাষ্ট্রীয় দমন এসবই বর্তমান শাসনব্যবস্থার স্বৈরাচারী চরিত্রকে স্পষ্ট করে তুলছে। ছাত্রসমাজের ক্ষেত্রেও পরিস্থিতি ভিন্ন নয়।

শিক্ষার বাণিজ্যিকীকরণ, ব্যাপক বেকারত্ব এবং রাজনৈতিক বিরাজনীতিকরণের মাধ্যমে ছাত্রসমাজকে সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম থেকে বিচ্ছিন্ন করার সুপরিকল্পিত চেষ্টা চলছে। অতীতের মতো আজও ছাত্র আন্দোলনকে ব্যবহার করে শোষণমূলক ব্যবস্থার কেবল মুখ বদলের আয়োজন করা হচ্ছে। তাই আসুন, উপরোক্ত পরিস্থিতিতে আন্তঃসাম্রাজ্যবাদী আগ্রাসীযুদ্ধ তথা তৃতীয় বিশ্বযুদ্ধের বিপদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। এ আগ্রাসী যুদ্ধে বাংলাদেশকে সম্পৃক্ত করার সাম্রাজ্যবাদী উভয়পক্ষে পরিকল্পনা ও পদক্ষেপের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হই।

এ প্রেক্ষিতে সাম্রাজ্যবাদ ও তার দালাল এবং স্বৈরাচারী সরকার বিরোধী সকল সংগঠন, শক্তি ও ব্যক্তি ঐক্যবদ্ধ হয়ে দূর্বার আন্দোলন-সংগ্রাম গড়ে তুলে জাতীয় গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ছিনিয়ে আনি মুক্তির লাল সূর্য। তাঁর প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদনে তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ লড়াই-সংগ্রাম আজ বেশি প্রয়োজন। স্মরণ সভা শুরুতে সমবেতভাবে কমিউনিস্ট আন্তর্জাতিক সংগীত গাওয়া হয়।

আর সকাল ১০টায় নড়াইলের সদর থানার বড়েন্দা গ্রামে প্রয়াতের সমাধিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি, নড়াইল ও যশোর জেলা কমিটির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন, ১ মিনিট শোক নিরবতা পালন ও শপথ পাঠ করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version