সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলার সম্মানিত নবীন সদস্য বৃন্দের বরণ ও অবসারপ্রাপ্তদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২৭ ডিসেম্বর (শনিবার) বেলা ৩টায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির পৃষ্ঠপোষক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, অবসরপ্রাপ্ত ভূমি কল্যাণ সমিতির সভাপতি শওকত আলী, ভূমি কর্মকর্তা মিলি রানী ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কাজী শামসুল হুদা শোয়েল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।
এ সময় বক্তারা বলেন, ভূমি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি কর্মকর্তাদের আরো জোড়ালো ভূমিকা রাখতে হবে। ভালো কাজ কম প্রকাশ হলেও, ভালোর দিকে ধাবিত হতে হয়। দেশের কল্যাণে ভালো করতে হবে।
