রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী ও তরুণ রাজনীতিক মো. রাশেদ ইসলাম নির্বাচনী এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
এরই অংশ হিসেবে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতায় অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী লীলা কীর্তন অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। এ সময় আয়োজক কমিটি ও স্থানীয় ভক্তবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রাশেদ ইসলাম বলেন,
“আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই একটি সুন্দর ও উন্নত দেশ গড়া সম্ভব।”
তরুণ এই নেতার এ ধরনের জনমুখী ও সম্প্রীতিমূলক কার্যক্রম স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী মো. রাশেদ ইসলাম নিয়মিত রাজনৈতিক, সামাজিক ও গণসংযোগমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।


