লোকমান আহমদ, সিলেট:
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর আজ থেকে শুরু হচ্ছে। এবারের টুর্নামেন্টের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দীর্ঘ এক মাসব্যাপী এই আসরের পর্দা নামবে আগামী ২৩ জানুয়ারি, ঢাকায় ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।
আয়োজক সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই তিনটি ভেন্যুতে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে সিলেটে প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।
সিলেট পর্ব শেষে টুর্নামেন্টের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এরপর লিগ পর্বের শেষ ম্যাচগুলো ও প্লে-অফের জন্য ঢাকায় ফিরবে বিপিএল। রাজধানীর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ গুরুত্বপূর্ণ ম্যাচগুলো।
প্লে-অফ পর্ব শুরু হবে ১৯ জানুয়ারি। ওই দিনই অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২১ জানুয়ারি। ২৩ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল। প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে প্লে-অফ ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ছয়টি দল— ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, নোয়াখালী এক্সপ্রেস।
দলগুলো ইতোমধ্যে দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশেষ করে নতুন দল নোয়াখালী এক্সপ্রেসকে ঘিরে দর্শকদের মধ্যে আলাদা কৌতূহল দেখা যাচ্ছে।
বিসিবি সূত্রে জানা গেছে, সবগুলো ম্যাচ টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে। দর্শকদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ম্যাচ আয়োজনের জন্য প্রতিটি ভেন্যুতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট স্টেডিয়ামে দর্শক প্রবেশ, যানবাহন নিয়ন্ত্রণ ও মেডিকেল সাপোর্ট জোরদার করা হয়েছে।
ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, এবারের বিপিএল হবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। তারকাসমৃদ্ধ দল, নতুন ভেন্যু অভিজ্ঞতা ও টানটান লড়াই—সব মিলিয়ে জমজমাট এক আসরের অপেক্ষায় বাংলাদেশি দর্শকরা।
