নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি যুব সদস্যদের আয়োজনে বড়দিন উপলক্ষে খ্রিস্টমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বিরিশিরি ওয়াইএমসিএ চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট ও সংকীর্তন হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল। সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে রাখেন নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।
ব্যারিস্টার কায়সার কামাল সকলকে বড় দিনের শুভেচ্ছা জানান এবং বলেন এই সম্প্রদায়ের শিক্ষা তথা জীবনমান এবং চাকুরির ক্ষেত্রে যেনো আরো বেশি অংশগ্রহণ করাতে পারি সেই লক্ষে আমি কাজ করবো।
সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের কৃষ্টি তুলে ধরে শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। শেষে কনসার্ট পরিবেশন করে ঢাকা থেকে আগত শিল্পীরা।
আয়োজকরা জানান, বড়দিনে আমাদের অনেক অদি কৃষ্টি কালচার হারিয়ে যাচ্ছে । সেগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আমাদের এই আয়োজন।
