রিয়াদ ইসলাম জলঢাকা:
নীলফামারী-৩ (জলঢাকা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে আলহাজ্ব সৈয়দ আলীর পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সারে ১২ টায় উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে জেলা বিএনপির সদস্য আকবর আলীর নেতৃত্বে সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আহমেদ হোসেন বড় (বাবু), ময়নুল ইসলাম, রশিদুল ইসলাম বাঙালি এবং জেলা বিএনপির সাবেক সদস্য ও জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রুহুল আজাদ। দলীয় সূত্র জানায়, মনোনয়ন ফর্ম সংগ্রহ কার্যক্রম সুশৃঙ্খল ও সংগঠিতভাবে সম্পন্ন করতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল নির্বাচন অফিসে যান।
এ সময় অন্যান্য নেতাকর্মীরা জলঢাকার অনির্বাণ স্কুল মাঠে অবস্থান করেন। এর আগে সকাল সাড়ে ১১টা থেকে নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে শুরু করেন। উল্লেখ্য, আলহাজ্ব সৈয়দ আলী বর্তমানে নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে জেলা বিএনপির সহ-সভাপতি এবং জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


