কে. এম. সাখাওয়াত হোসেন: বিপুল পরিমান ভারতীয় মদের বোতল জব্দ করেছে র্যাব-১৪ (সিপিসি-২) এর ভৈরব ক্যাম্প। জব্দকৃত এক হাজার ৬৪৮ বোতল বিদেশী মদের আনুমানিক বাজার মূল্য ৫৪ লক্ষ চার হাজার টাকা।
মাদক পরিবহনে ব্যবহৃত কেবিন পিকআপটি জব্দ করতে পারলেও র্যাবের এ অভিযানে কোন মাদক কারবারিকে আটক করা যায়নি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ ভৈরব ক্যাম্পের র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ অভিযানে ভৈরব উপজেলার নাটালের মোড়স্থ ঢাকা-সিলেট মহাসড়কের চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।
এসময় আজ (মঙ্গলবার) রাত ৮টার দিকে ঢাকাগামী একটি ডাবল কেবিন পিকআপকে থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। সিগন্যাল অমান্য করে নাটালের মোড়ে ভৈরবপুর উত্তরপাড়াস্থ রেনেটা কোম্পানীর সামনে গাড়ি রেখে মাদক কারবারিরা কৌশলে পালিয়ে যায়।
পরে কেবিন পিকআপের পেছন ও কেবিনের মধ্য হতে বিভিন্ন ব্র্যান্ডের এক হাজার ৬৪৮ বোতল অবৈধ ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন, প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাবের কর্তৃপক্ষ।
