নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা থেকে মালিকবিহীন অবস্থায় ৭২ বোতল বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২৪ বোতল ‘এমসি ডুয়েলস’ ও ৪৮ বোতল ‘আইস ভদকা’ ব্র্যান্ডে ভারতের তৈরি মদ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৭টার দিকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, নেত্রকোনা ব্যাটলিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।
৩১ বিজিবি’র অধিনায়ক জানান, আজ (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বরুয়াকোনা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৮০/২-এস হতে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তরে, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে বটতলা এলাকা থেকে মালিকবিহীন ভারতীয় ‘এমসি ডুয়েলস’ ও ‘আইস ভদকা’ নামক, এই দুই ব্র্যান্ডের ৭২ বোতল বিদেশী মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র সদস্যরা।
এসব সকল তথ্য নিশ্চিত করেন, বিজিবি’র নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান।
