নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিক আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত মাদক কারবারি মো. মামুন মিয়া (৩১) উপজেলার লেংগুরা ইউনিয়নে গৌরীপুর গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে।
সাদা রংয়ের ছিপিযুক্ত সাদা রংয়ের একটি প্লাস্টিক কোঁটার ভিতর জিপারযুক্ত সাদা রংয়ের পলি প্যাকেটে অ্যামফিটামিনযুক্ত কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট ৯০ (নব্বই) পিস এবং ৯ (নয়) গ্রাম ওজনের এসব মাদকের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩৬ (ছত্রিশ) হাজার টাকা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে এসব জানানো হয়েছে।
এরআগে গত সোমবার (২২ ডিসেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, নেত্রকোনা মদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রাইডিং টিম মদক কারবারি মামুনের বসতঘরের উত্তর পাশে রাজনগর বাজারগামী কাঁচার রাস্তার উপর থেকে জব্দকৃত মাদকসহ কারবারিকে আটক করতে সক্ষম হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে আটক আসামির বিরুদ্ধে কলমাকান্দা থানায় নিয়মিত দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন এই সকল তথ্য ওই প্রেস বিজ্ঞপ্তি থেকে নিশ্চিত হওয়া গেছে।
