দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার দুর্গাপুরে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বৈষম্য এবং কুসংস্কার দূর করতে সচেতনতা তৈরীর জন্য সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে কারিতাস বিরিশিরি অফিস চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সর্বমোট ৫৫ জন প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করে ৷
এ অনুষ্ঠানে প্রবীণরা নানা রকম ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং পাশাপাশি প্রতিবন্ধীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শেষে অংশগ্রহণ কারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী ও প্রবীণ সমাজকল্যাণ ক্লাব এর সভাপতি নুরুল ইসলাম, সহ সভাপতি আব্দুল হাই, প্রতিবন্ধী যুব নারী ফোরামের সভাপতি ফাতেমা, সাধারণ সম্পাদক মেহেরুন্নসা, এসডিডিবি প্রকল্পের এ্যানিমেটর সারেন তজু।
