নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রোগ্রামিং দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘আইসিপিসি (International Collegiate Programming Contest) এশিয়া ঢাকা রিজিওনাল-২০২৫’ এ অভাবনীয় সাফল্য অর্জন করেছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগ।
সারাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে আসা মোট ৩১৩টি অভিজ্ঞ ও মেধাবী টিমের মধ্যে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের টিমটি ১১২তম স্থান অধিকার করার অনন্য কৃতিত্ব দেখিয়েছে। একই সাথে, তারা এই প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগীয় চ্যাম্পিয়ন (Divisional Champion) হওয়ার গৌরব অর্জন করে বিশ্ববিদ্যালয়ের জন্য এক ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে।
এই সাফল্য সম্পর্কে সিএসই বিভাগের চেয়ারম্যান বলেন, “৩১৩টি শক্তিশালী টিমের মধ্যে ১১২তম হওয়া এবং বিভাগীয় চ্যাম্পিয়নশিপ অর্জন করা আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি। এটি আমাদের শিক্ষার্থীদের মেধা, ধৈর্য এবং লড়াই করার মানসিকতারই ফল। সিএসই বিভাগ তথা পুরো নেত্রকোনা বিশ্ববিদ্যালয় আজ তাদের নিয়ে গর্বিত। এই অর্জন আগামীতে আমাদের শিক্ষার্থীদের আরও বড় অর্জনের পথে অনুপ্রাণিত করবে।”
বিভাগীয় প্রধান হিসেবে তিনি বিজয়ী দলের সকল সদস্য এবং সংশ্লিষ্ট মেন্টরদের এই অভাবনীয় সাফল্যের জন্য বিশেষ ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিএসই বিভাগ সবসময়ই শিক্ষার্থীদের উদ্ভাবনী ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে পাশে থাকবে।
উল্লেখ্য যে, আইসিপিসি হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং ইভেন্ট, যেখানে শিক্ষার্থীদের যৌক্তিক বিশ্লেষণ এবং দ্রুত সমস্যা সমাধানের ক্ষমতা যাচাই করা হয়।
