নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সদর উপজেলায় কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নে নারিয়াপাড়া গ্রামে পা-মুখ বাঁধা অবস্থায় নিজ শয়ন কক্ষে হেলাল উদ্দিন তালুকদার (৬০) নামে এক বৃদ্ধের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পেশায় তিনি কৃষক ছিলেন।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে খবর পেয়ে মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে থানা-পুলিশ।
নিহত বৃদ্ধ হেলাল উদ্দিন তালুকদার একই গ্রামের মৃত আশ্রব আলী তালুকদারের ছেলে। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন ও জেলা যুবদলের সাবেক নেতা শাহাবউদ্দিন রিপনের আপন চাচাতো ভাই এবং এক মেয়ে ও এক ছেলের সন্তানের জনক ছিলেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই হত্যাকান্ডের সাথে পরিবারের লোকজনসহ বাহিরের লোকজন জড়িত থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী বেদানা আক্তারকে থানায় আনা হয়েছে। তবে অতি দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


