রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলায় নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার নাওতারা ইউনিয়নের নাউতারা নদী ও গয়াবাড়ী ইউনিয়নের তিস্তা নদীতে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে হাছিনুর রহমান(৩৩) নামে একজনকে অর্থদণ্ড প্রদান এবং বিপুল পরিমাণ বালু ও যানবাহন জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাওতারা ইউনিয়নের নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ ও ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করায় এক ব্যক্তিকে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলভুক্ত আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এ সময় আনুমানিক ৩ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।
এছাড়া গয়াবাড়ী ইউনিয়নের তিস্তা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চালকবিহীন অবস্থায় দুটি ট্রাক্টর পাওয়া যায়। পরে আইনানুগ প্রক্রিয়ায় ট্রাক্টর দুটি জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে ডিমলা থানা পুলিশের একটি দল ও গ্রাম পুলিশ সক্রিয়ভাবে সহযোগিতা করে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির বলেন,“নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকি। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জনসচেতনতা বৃদ্ধিতে এবং জনস্বার্থে ডিমলা উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসন জানায়, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
