কে. এম. সাখাওয়াত হোসেন: চুয়াল্লিশ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪ (সিপিসি-২)। তার কাছে থাকা একটি মোবাইল ও নগদ দুই হাজার তিনশো নব্বই টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করেছে র্যাব।
উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য আট লক্ষ ৮০ হাজার টাকা।
আটককৃত মাদক কারবারি হলেন- হবিগঞ্জ জেলার মাদবপুর উপজেলার বাসিন্দা মো. নবী হোসেন (২৮)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার।
এরআগে গত ১৭ ডিসেম্বর দিনগত রাত ১১টার দিকে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন লক্ষীপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।
র্যাব জানায়, চেকপোস্টে ঢাকাগামী একটি মালবাহী মিনি পিকআপ অতিক্রম করার সময় সিগন্যাল দিলে, র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে নবী হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, গাড়ি তল্লাশী করে ধানের খোসাভর্তি বস্তার নিচে বিশেষ কৌশলে রক্ষিত ৪৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের শেষে আলামতসহ আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
