রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীর ডিমলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ করি, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৭ ডিসেম্বর) ১৬ দিনের কর্মসূচির আওতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর ও পিভিএইচপি প্রকল্পের আয়োজনে খগাখড়িবাড়ী ইউনিয়নের ভোরের আলো শিশু সুরক্ষা কমিউনিটি হাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারীর শিশু সুরক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। সভাটি সঞ্চালনা করেন পিভিএইচপি প্রকল্পের কমিউনিটি হাব অর্গানাইজার মোঃ মেজবাউল হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মোঃ নুর আলম, সাবেক ইউপি সদস্য মোছাঃ জহুরা বেগমসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জোরদার এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় কমিউনিটি ভলান্টিয়ার, কমিউনিটি হাবের সিএফ ও পিএল সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
