নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করেছে গণঅধিকার পরিষদ, নেত্রকোনার কেন্দুয়া উপজেলা শাখা। সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫টায় কেন্দুয়া উপজেলার সাউদপাড়া মোড়ে অবস্থিত গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এ. এইচ. রনি কে রূহি। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিচারহীনতা ও নাগরিক অধিকার লঙ্ঘনের দায় স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা কোনোভাবেই এড়াতে পারেন না। অবিলম্বে তাঁদের পদত্যাগ না হলে রাজপথে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থ রক্ষায় গণঅধিকার পরিষদ আপসহীন ভূমিকা পালন করে আসছে এবং জনগণের অধিকার আদায়ে ভবিষ্যতেও সংগ্রাম অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ কেন্দুয়া উপজেলা কমিটির সভাপতি খাইরুল ইসলাম, নেত্রকোনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মনোয়ার হোসাইন হিমেল, নেত্রকোনা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার, কেন্দুয়া উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ম-আহবায়ক নয়ন মিয়া, কেন্দুয়া উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম-সদস্য সচিব দূর্যয়, নেত্রকোনা জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম-আহবায়ক সোহেল রানা, কেন্দুয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি হাফেজ মাওলানা জাফরসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
সংবাদ সম্মেলন শেষে সংগঠনের পক্ষ থেকে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
