নিজস্ব প্রতিবেদক: শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা কার্যক্রম শুরু হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ।
আলোচনা সভায় বক্তব্য দেন, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক নুরুল হক, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, কেন্দুয়া উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি সালাহউদ্দিন সালাম, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন ডিলার, জামায়াতে ইসলামীর কেন্দুয়া উপজেলা আমির সাদেকুর রহমান, গণঅধিকার পরিষদের নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এস কে রুহি রনি, কেন্দুয়া উপজেলা জমিয়াতুল ইসলামের সভাপতি মাওলানা হারুন অর রশিদ ফারুকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান এবং এনসিপি কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আক্তার হোসেন কাদরী।
এ ছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক নুরুল হক বলেন, আওয়ামী সরকারের আমলে দেশে বহু ভুয়া মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত হয়েছে। এসব ভুয়া মুক্তিযোদ্ধাকে চিহ্নিত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি সঠিক তালিকা প্রণয়ন এবং তাঁদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি ও মূল্যায়ন নিশ্চিত করার দাবি জানান তিনি।
আলোচনা সভায় বক্তারা, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে শহীদ হওয়া দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি স্বাধীনতার ইতিহাসে তাঁদের অবদান এবং জাতি গঠনে বুদ্ধিবৃত্তিক চেতনার গুরুত্ব তুলে ধরেন।


