নিজস্ব প্রতিবেদক: রাতের আধারে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন নেত্রকোনা জেলা আওয়ামীলীগের ব্যানারে মশাল মিছিল হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনা সদর উপজেলায় সিংহের বাংলা ইউনিয়নে বর্নি রোডের মাথায় অনুষ্ঠিত হওয়া মশাল মিছিলের নেতৃত্ব দিয়েছে ওয়ার্ড আ.লীগের সভাপতি রাজদার- এর সত্যতা নিশ্চিত করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
বাংলাদেশ যুবমহিলা লীগ ফেসবুক পেইজে পোষ্ট করা এক মিনিট নয় সেকেন্ডের ভিডিওতে মুখে মাস্ক পরিহিত আনুমানিক ২০-২৫ জনের মতো নেতাকর্মীদের মশাল মিছিলে বিভিন্ন শ্লোগান দিতে দেখা গেছে। ব্যানারে লেখা ছিল- “আইসিটি ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন ও অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনুসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল”।
‘‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “অবৈধ শক্তি, মানি না মানবো না”, “ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর”, ‘‘আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না”, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”, “ইউনুসের দুই গালে, জুতা মারো তালে তালে” এই ধরনের শ্লোগান দিতে দেখা গেছে মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ সংগঠন আ.লীগের নেতাকর্মীদের।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম বলেন, সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠনের মিছিলের অংশ নেওয়া আ.লীগের নেতাকর্মীদের শনাক্তে কাজ করছে পুলিশ। সিংহের বাংলা ইউনিয়নে বর্নি রোডের মাথায় অনুষ্ঠিত হওয়া মশাল মিছিলের নেতৃত্ব দিয়েছে এক ওয়ার্ড আ.লীগের সভাপতি রাজদার। তাকে সহ অন্যান্যদের গ্রেফতারে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।
