নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার পাহাড়ি বনাঞ্চল থেকে চুরি করা শাল গজারিসহ বিভিন্ন প্রজাতির কাটা গাছ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মো. মজনু প্রামানিক এ তথ্য নিশ্চিত করেন।
দীর্ঘদিন ধরে বনের গাছ চুরির অভিযোগ থাকলেও গতকাল রবিবার বিকেলে দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা এলাকায় অভিযান পরিচালনা করে এসব গাছ জব্দ করা হয়।
রেঞ্জ কর্মকর্তা মো. মজনু প্রামানিক বলেন, গভীর রাতে সরকারি বাগান থেকে গাছ কেটে নেওয়ার খবর বন বিভাগে পৌঁছে। পরে ঘটনাস্থলে গিয়ে আমরা গাছ কাটার প্রমাণ। স্থানীয়দের সহযোগিতায় অনুসন্ধান চালিয়ে গতকাল রবিবার বিকেলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মো. মিয়া হোসেনের বাড়ির খড়ের গোলার নিচে লুকিয়ে রাখা ৮১ টুকরো কাটা গাছ উদ্ধার করা করি। যার মধ্যে শাল গজারি ছিল ১৬ টুকরো। এছাড়া ৫৪ টুকরো আকাশমণি, নয় টুকরো বদ্দিরাজ, এক টুকরো জাম ও এক টুকরো জলপাই গাছ।
তিনি আরও জানান, বনের ভেতরে গিয়ে ১১টি গাছ কেটে নেওয়ার আলামত পাওয়া যায়। যার মধ্যে ছয়টি শাল গজারিসহ বাকিগুলো অন্যান্য প্রজাতির ছিল। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে মিয়া হোসেনের বাড়িতে আলামত পাওয়া যায় এরপর সেখানে তল্লাশি চালিয়ে গাছ গুলো উদ্ধার করি। পরে খড়ের নিচ থেকে এসব গাছ উদ্ধার করে জব্দ করা হয়। বর্তমানে জব্দকৃত গাছগুলো বন বিভাগের হেফাজতে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাহাড়ি বনের বিভিন্ন গুরুত্বপূর্ণ গাছ কেটে বিক্রির মূল হোতা প্রভাবশালী মিয়া হোসেন। তার নেতৃত্বেই এই এলাকায় কাঠ চুরি হয়ে আসছে বলেও দাবি করেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত মিয়া হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। নিজ বাড়িতে গিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
