রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
২০২৫-২৬ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের আবাদ বৃদ্ধি ও উৎপাদন সহায়তায় নীলফামারীর ডিমলায় কৃষক পর্যায়ে বিনামূল্যে হাইব্রিড ও উফশি বোরো বীজ এবং সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না এর সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ ন ম শিবলী সাদিক,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা,এসএপিপিও কর্মকর্তা,স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির বলেন,
“বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির ফলে কৃষক আজ প্রণোদনা সুবিধা ঘরে বসেই পাচ্ছে। বোরো আবাদ বৃদ্ধির এই কর্মসূচি শুধু উৎপাদন বাড়াবেই না, কৃষকের ব্যয় কমিয়ে কৃষিতে লাভজনকতা নিশ্চিত করবে।”
সভাপতি মীর হাসান আল বান্না বলেন,
“ডিমলার কৃষকরা সবসময় পরিশ্রমী ও সম্ভাবনাময়। সময়মতো মানসম্পন্ন বীজ ও সার বিতরণ করা গেলে বোরো মৌসুমে উৎপাদন লক্ষ্য অর্জন করা খুব সহজ হবে। আমরা মাঠপর্যায়ে সার্বক্ষণিক তদারকি চালিয়ে যাচ্ছি।”
আ ন ম শিবলী সাদিক বলেন,
“হাইব্রিড ও উফশি বোরো দিয়ে এবারের আবাদ বাড়বে বলে আমরা আশাবাদী। প্রতিটি কৃষক যেন সঠিকভাবে প্রণোদনার সুবিধা পান—এ জন্য কৃষি বিভাগ সর্বদা কাজ করছে।”
উপস্থিত কৃষকরা জানান, সময়মতো বীজ–সার পেয়ে তারা আনন্দিত। অনেকে বলেন, সরকারের এ প্রণোদনা তাদের “চাষাবাদের ব্যয় কমাবে এবং উৎপাদন বাড়াতে বড় ভূমিকা রাখবে”।


