বৃহস্পতিবার সকালে ঢাকাসহ আশেপাশের এলাকা আবারো কেঁপে উঠলো ভূমিকম্পে। রিখটার স্কেলে চার দশমিক এক মাত্রার হাল্কা ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ছয়টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ ভূমিকম্প হয়।সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, নরসিংদীর শিবপুর এই হাল্কা মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল।
তিনি জানিয়েছেন, ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ভূমিকম্পটির উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে।এর আগে, গত ২১শে নভেম্বর, শুক্রবার থেকে দেশে শুরু হয় নানা মাত্রার একাধিক ভূমিকম্প।
ওইদিন পাঁচ দশমিক পাঁচ মাত্রার এক ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশ কেঁপে উঠেছিল। এরপর গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে এবং পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে কয়েক দফায় ভূমিকম্প হয়েছে।
সবশেষ গত বৃহস্পতিবার বিকাল সোয়া চারটায় দেশে ভূমিকম্প হয়। যেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর টঙ্গীতে। রিখটার স্কেলে চার মাত্রার ভূমিকম্প ছিল এটি।
অর্থাৎ, এখানেই উৎপত্তিস্থল এমন ভূমিকম্পে ঠিক এক সপ্তাহের মাথায় আজ আবার কেঁপে উঠলাে বাংলাদেশ।
মাঝে গত সোমবার, দোসরা ডিসেম্বর দিবাগত রাতে মিয়ানমারের ফালামে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়, বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল থেকেও যা অনুভূত হয়েছে।
ঢাকার আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৪৩১ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রাত ১২টা ৫৫ মিনিট ১৬ সেকেন্ডে অনুভূত হয় ওই ভূমিকম্প। রিখটার স্কেলে তার মাত্রা ছিল চার দশমিক নয়।
