স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ জোট প্রত্যাশীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা শহরের স্থানীয় ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলার প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মেরুয়াখলা মমিনিয়া কামিল মাদরাসা স্বনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা মোঃ নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সম্মানিত সদস্য সচিব মোঃ ছালেহ আহমদ।
রসুলপুর বনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও জেলা আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মাওলানা মোঃ মতিউর রহমান এর সঞ্চালনায় ও জেলা আহবায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব মাওলানা মোঃ ফারুক আহমদ এর তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন আক্তাপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ময়নুল হক, সুনামগঞ্জ সদরের ঐতিহ্যবাহী দ্বীনি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব মোঃ মিছবাহ উদ্দিন, মেরুয়াখলা মমিনিয়া কামিল মাদরাসা সহকারী অধ্যাপক জনাব মোঃ আবু সাঈদ, দারুল হুদা দাখিল মাদরাসার সুপার মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক জনাব মাওলানা মোঃ আম্বর আলী, শাহজালাল জামেয়া ইসলামিয়া আরাবিয়া সিনিয়র মাদ্রাসার সহ-সুপার মোহাম্মদ ওলী উল্লাহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের শাল্লা উপজেলা সভাপতি মাওলানা মোঃ মতিউর রহমান, শান্তিগন্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আতিকুল হক, জামালগঞ্জ উপজেলার সভাপতি জনাব মাওলানা মোঃ নূরুল ইসলাম,শান্তিগন্জ উপজেলার সহসভাপতি মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবু সাইদ সৈয়দ, দোয়ারা বাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল লতিফ,সদর উপজেলার সম্মানিত সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কাদির, জামালগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ সাজিদ নুর, জেলা আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মুহিবুর রহমান, সুনামগঞ্জ দ্বীনি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মমতাজুল ইসলাম আবেদ প্রমুখ।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন কাপনা জালালিয়া দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুল লতিফ। এ সময় বক্তারা বলেন, শিক্ষক আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় এবং ডিআই এর ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর প্রতিষ্ঠান কাতলাসেন কাদেরিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসায় ষড়যন্ত্রমূলক অডিটের উদ্যোগ ও ঘুষ বাণিজ্য বন্ধের দাবি জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ ।


