দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এর সহযোগিতায় নেত্রকোনা জেলা গ্রিন কোয়ালিশন কমিটির ও সদর উপজেলার মইনপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির আয়োজনে” কীটনাশক মুক্ত কৃষি চাই” শীর্ষক গ্রাম আলোচনা ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক শিক্ষক সায়েদুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর কমিশনার শামীম রেজা, শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার, জেলা গ্রিন কোয়ালিশন কমিটির সহ-সভাপতি সাংবাদিক আলপনা বেগম, সাংবাদিক রিফাত আহমেদ রাসেল, তানভীর হায়াত খান, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান কৃষক, শিক্ষক, যুবকসহ অনেকেই।

আলোচনা সভায় বক্তারা কীটনাশকের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা করা হয়।

কৃষক শাহজাহান মিয়া বলেন,”আমরা ফসলে অনেক বিষ ব্যবহার করি, মাটি আগের মতো নাই, যেদিন বিষ ছিটাই এইদিন রাতে ঘুম হয়না।”

কমিশনার শামীম রেজা বলেন,”আমাদের জৈবকৃষি চর্চা করতে হবে, রাসায়নিকের ব্যবহার কমিয়ে আনতে হবে। তা নাহলে ভবিষ্যতে মাটি-পানি-বায়ু নষ্ট হয়ে যাবে”।

উল্লেখ্য, নিষিদ্ধ কীটনাশক বাজারে এখনো পাওয়া যাচ্ছে। এসব কীটনাশক বন্ধসহ বাংলাদেশে ব্যবহার হচ্ছে বিপজ্জনক কীটনাশক বন্ধের দাবিসহ প্রাকৃতিক নিরাপদ কৃষিতে সরকারি বরাদ্দের দাবিতে কৃষকবন্ধন ও গণস্বাক্ষর আয়োজন করে। গণস্বাক্ষরে কীটনাশক মুক্ত নিরাপদ কৃষি চর্চার অঙ্গীকার করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version