মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্ম বিরতির মধ্যে কিছু সংখ্যক বিদ্যালয়ে পরিক্ষা গ্রহণ করেছেন স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। পরিক্ষা চলাকালীন সময়ে সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে ছিল।
মঙ্গলবার (২ ডিসেম্বর) মোহনগঞ্জ দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমে কর্ম বিরতির মধ্যে পরিক্ষা গ্রহণ করতে আপত্তি জানান প্রধান শিক্ষক।
তিনি বলেন উনার একার পক্ষে প্রায় এক হাজারের মত শিক্ষার্থীর নেওয়া সম্ভব না। পরে অভিভাবকদের চাপের মুখে ও উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে পরিক্ষা গ্রহণ করেন প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।
তিনি সকাল ১০ টা ২০ মিনিটে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণির ৪৬১ জন শিক্ষার্থী পরিক্ষা নেওয়া শুরু করেন। এ সময় শিক্ষকদের কর্মবিরতির কারনে অভিভাবকদের সহযোগিতা নেন প্রধান শিক্ষক।
মাহবুব নামে এক অভিভাবক জানান, পরিক্ষা চলাকালীন সময়ে দাবী আদায়ের জন্য কর্ম বিরতির কর্মসূচির জন্য সঠিক সময় না। এই আন্দোলনে হাজার হাজার শিশু শিক্ষার্থী হয়রানির শিকার হচ্ছে।
সহকারী শিক্ষক শাহজাহান আলম বিপ্লব জানান, সহকারী শিক্ষকদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন জানান, ৮৯টি বিদ্যালয়ের মধ্যে, কিছু সংখ্যক বিদ্যালয়ে পরিক্ষা নেয়া হয়েছে। বাকী অধিকাংশ বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কর্ম বিরতির জন্য পরিক্ষা বন্ধ রয়েছে।
