দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

‎প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের জন্য ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরুণ নারী উদ্যোক্তা পিংকি বেগম জাতীয় পর্যায়ে স্বর্ণপদকে ভূষিত হয়েছেন। ‎ ‎সোমবার (১ ডিসেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে “প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎ ‎এসময় চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খাঁন। তিনি পিংকি বেগমের হাতে স্বর্ণপদকটি তুলে দেন। ‎ ‎তিনি নারী উদ্যোক্তা পিংকি বেগমের যাত্রাকে অন্যান্য নারীদের জন্য অনুকরণীয় হিসেবে অভিহিত করে বলেন, পিংকি বেগম স্থানীয় পর্যায়ে পশুপালন, খামার পরিচালনা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর এই অর্জন চরফ্যাশনসহ দেশের সর্বত্র নারী উদ্যোক্তা তৈরি করতে উৎসাহ জোগাবে।

‎ ‎পিংকি বেগম বলেন, উদ্যোক্তা হওয়ার পথটি সহজ ছিল না। সীমাবদ্ধতা ও সামাজিক বাধা অতিক্রম করে আজকের অবস্থানে পৌঁছেছি। এই স্বর্ণপদক শুধু আমার নয়, চরফ্যাশনের সকল নারীর জন্য একটি সম্মান। তিনি ভবিষ্যতে খামার সম্প্রসারণ, নারী প্রশিক্ষণ এবং প্রযুক্তি নির্ভর প্রাণিসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন উদ্যোক্তা, কৃষক ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। ‎ ‎উল্লেখ্য, গত বুধবার ২৬ নভেম্বর সকাল ৯ টার দিকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ চিন মৈত্রী সম্মেলন কেন্দ্র শেরেবাংলা নগর ঢাকা আগারগাঁওয়ে অনুষ্ঠানে নারী উদ্যোক্তা পিংকি বেগমের হাতে স্বর্ণপদক ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version