রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
ডিমলায় আল আমিনকে প্রকাশ্যে হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে। এ পরিস্থিতিতে আজ পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে শিক্ষার্থীদের প্রতিনিধিরা। কয়েক দফা আলোচনার পর তারা জানায়, আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনও প্রধান আসামি গ্রেফতার সহ বেশ কিছু দাবি পুরোন হয়নি।
শিক্ষার্থী প্রতিনিধি দল জানিয়েছে, প্রশাসনের প্রতিশ্রুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি পর্যালোচনা করে আগামীকাল ২ ডিসেম্বর রাত ১০টায় তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। আলোচনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রতিনিধিরা বলেন, “আমরা আলোচনায় অগ্রগতি দেখেছি, তবে পুরোপুরি সন্তুষ্ট নই। দাবি পূরণের অগ্রগতি পর্যালোচনা করে আমরা আগামীকাল রাত ১০টায় গণমাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।”
উল্লেখ্য, ডিমলা উপজেলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আল আমিনকে প্রকাশ্যে হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনার প্রতিবাদে বিভিন্ন শিক্ষার্থী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা টানা কর্মসূচি পালন করে আসছে।


