মোঃ মহিবুল, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ
গত ২৯ নভেম্বর গভীর রাতে পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই পাঁচজন ক্ষুদ্র ব্যবসায়ী স্বপ্ন এবং পুঁজি, পুড়ে ছাই হয়ে যায়।
চায়ের দোকান মুদি দোকান এবং সেলুন সহ মোট পাঁচটি দোকান রাতের আঁধারে আগুনের তীব্র লেলিহানে ধ্বংস হয়ে যায়। অনেক কষ্ট এবং পরিশ্রমের বিনিময়ে তারা এই ছোট্ট ব্যবসাটুকু শুরু করেছিলেন। আজ তাদের পরিবার সন্তানের লেখাপড়া এবং ভবিষ্যৎ অনিশ্চিত দিকে যাত্রা করেছে।
পাথরঘাটা উপজেলার অন্যতম মানবিক সংগঠন সমাজদর্পণ মানবিক সংগঠন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে। ফাউন্ডেশনের তরফ থেকে আজ পাঁচ জন ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠানের উপদেষ্টা জনাব বেল্লাল হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট আমাদের সবার কষ্ট। সমাজদর্পণ মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এ দুর্যোগে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজে সমাজদর্পণ মানবিক ফাউন্ডেশন অব্যাহতভাবে সহযোগিতা করে যাবে।


