মো: জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় মালবাহী ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলের সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় স্বদেশ রায় (২৩) নামের এক এইচএসসি শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার সময় ভাটিয়াপাড়া উত্তর পাশে আবুল ডাক্তারের বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বদেশ রায় ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দরখাতা (আবাইন টারী) গ্রামের তারাপদের ছেলে। তিনি এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ডিমলা থানার ওসি ফজলে এলাহী জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রো ট-১১-২৭৯৪ নম্বরের ধানবোঝাই ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় সড়ক ও পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
